
এফ এম নাজমুল রিপন, আগৈলঝাড়া(বরিশাল): রিশালের আগৈলঝাড়া উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজিহার ইউনিয়নের বাশাইল বালিকা বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার। এ সময় অন্যান্যের মাঝে সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আকতার, রাজিহার ইউনিয়ন লিফ সঞ্জয় রায়, ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়ের, চিংড়ি চাষী পলাশ কর্মকার, সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী) প্রমুখ উপস্থিত ছিলেন।