
আম স্বাদে গুনে অতুলনীয় তাই আমকে ফলের রাজা বলা হয়। তাছাড়া বানিজ্যিভাবে আম চাষে অনেক উদ্যোক্তাই এখন এগিয়ে আসছেন। দেশের কৃষি অর্থনীতিতে আমের একটি বড় অবদান রাখছে। আম চাষে নানান সমস্যার মুখে পড়ে চাষী।
আম চাষে নানা সমস্যার মধ্যে একটি হলো আম ফেটে যাওয়া। বিভিন্ন কারণে আম ফেটে যেতে পারে। কারণসমূহ হচ্ছে জাতগত বৈশিষ্ট্য (যেমন-আশ্বিণা), বোরণ সারের অভাব, মাটিতে রসের হঠাৎ হ্রাস-বৃদ্ধি ইত্যাদি।
লক্ষণঃ
১। দীর্ঘ খরা হলে বা শুষ্ক ও গরম হাওয়ার ফলে শারীরবৃত্তীয় কারণে অথবা মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি হলেও ফল ফেটে যেতে পারে ।
প্রতিকার ব্যবস্থাপনাঃ
১। খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া ।
২। গুটি বাধার পরপরই ম্যাগনল ০.৫ মি.লি/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা । গুটির আকার মটর দানার মত হলে দশ লিটার পানিতে ৬ গ্রাম হারে বোরিক এসিড স্প্রে করলে ভাল ফল পাওয়া যাবে।
৩। বর্ষার আগে ও পরে বছরে দুইবার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা।
৪। প্রতি বছর গাছ প্রতি ৫০ গ্রাম হারে ডলোচুন প্রয়োগ করা ( গাছের বয়স অনুযায়ী পরিমান বাড়াতে হবে) ।
৫।মাটিতে জৈব সার (গোবর/সরিষার খৈল) প্রয়োগ করতে হবে।
৬। ফেটে যাওয়া প্রতিরোধী জাতের চাষাবাদ করা।
এছাড়া যে কোনো প্রয়োজনে আপনার নিকটস্থ কৃষি অফিসে দ্বায়িত্বশীল কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে নিতে পারেন।