
নিজস্ব প্রতিনিধি: শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে, খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, আঞ্চলিক প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাজাহান সিরাজ, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
এপ্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।