
এসএম ময়নুল হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরন ধান বীজ বিতারণ করা হয়েছে। রবিবার ( ৬ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ৮৫০ জন প্রান্তিক দুঃস্থ কৃষকদের মাঝে বোরো ধান বীজ বিতারণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি কর্মকর্তা আফরোজা খাতুন,স্বপন কুমার বসাক,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূইয়া, প্রচার সম্পাদক তাকমিদুর রহমান দুলাল,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর আব্দুর রব প্রমুখ
এসময় চেয়ারম্যান আলামিন সরকার বলেন, ভবিষ্যত প্রজন্মের মুখে নিরাপদ খাদ্য ও পুষ্টি তুলে দিতে নিরাপদ উপায়ে ফল ও সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে। আর নিরাপদ উপায়ে ফসল উৎপাদনের জন্য আইপিএম পদ্ধতির বিকল্প নেই। এ পদ্ধতিতে প্রাকৃতিক ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেয়া হয় এবং কোনো রাসায়নিক দ্রব্য চাষ কাজে ব্যবহার করা হয় না। এতে ফসল দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না ও নিরাপদ শাকসবজি উৎপাদন অনেকটা নিশ্চিত হয়।