
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে এনএটিপি-২ প্রকল্পভূক্ত সিআইজি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৮ মার্চ) বৃহস্পতিবার উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও), উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) এবং বিভিন্ন সিআইজি সমিতির কৃষক সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দিনে দুইটি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ কৃষক কৃষাণীকে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।