
২০১৯-২০ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শণী ও কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেরপুর জেলার নকলা উপজেলার পাইস্কা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এর মুল উদ্দেশ্য হল, কৃষকদের মাধ্যমে বীজ উৎপাদন করে গ্রাম পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ উৎপাদনকারী উদ্যেক্তা ও বীজ শিল্প গড়ে তোলা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ রিজুয়ানুল বারী, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোঃ মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অর্ধশতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।