
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শীতকালীন কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক।
উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব আশরাফ উদ্দিন, ঝিনাইগাতী থানার ওসি আবু বকর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলার ২শ কৃষককে ২০ কেজি গম, ২শ কৃষককে ২ কেজি ভুট্রা , ১শ কৃষককে ৫ কেজি শীতকালীন মুগ, ১০ কৃষককে দেড় কেজি সূর্য্যমুখীর বীজ, প্রত্যেককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।