
নিজস্ব প্রতিবেদক: ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডিএই অংগ) এর জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷
১৪ মার্চ বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রাজধানী ঢাকার ফার্মগেটস্থ আ.ক.ম গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলমের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রেজাউল করিমসহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
বক্তারা ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (ডিএই অংগ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷