
গাছের টবে একবার পানি দিলে তিন মাসের মধ্যে আর প্রয়োজন হবে না। সংরক্ষিত পানি বা সার শেষ হলে, তার নোটিফেকশন আসবে মোবাইল ফোনে। আর অ্যাপের সহায়তায় পানি বা সার দেয়া যাবে, যেকোনো প্রান্ত থেকে। ভিন্নধর্মী এই টব আবিষ্কার করে সাড়া ফেলেছেন, মানিকগঞ্জের আব্দুল হালিম।
মানিকগঞ্জের মো. আব্দুল হালিম। পেশায় একজন নার্সারি উদ্যোক্তা। ভিন্ন এক টব আবিষ্কার করে সাড়া ফেলেছেন তিনি।
এ টবে একবার পানি দিরে তিন মাসে কোন পানি দেয়ার প্রয়োজন নেই। সংরক্ষিত পানি বা সার শেষ হলে তার নোটিফিকেশন চলে আসবে মোবাইল ফোনে। আর মোবাইল এ্যাপের মাধ্যমে পানি বা সার দেয়া যাবে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে। আর এই ব্যতিক্রম টবের নাম দিয়া হয়েছে, এএইচ ডিজিটাল অটো টব।
এ এইচ ডিজিটাল অটো টব ব্যবহারে কমবে পানির অপচয়ও। নানা সুবিধা থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন টবটি কিনতে।
এ বছর জুনে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে পেটেন্ট সনদ পেয়েছে এ টবটি। আরও প্রচার ও প্রসার হলে ব্যতিক্রমী এই টবটি রপ্তানির আশা করছেন, উদ্ভাবক আব্দুল হালিম।