
বিজ্ঞানী ড. কে. এম. খালেকুজ্জামান: ঢেঁড়শের বিভিন্ন রোগের মধ্যে ঢেঁড়শের শিরা স্বচ্ছতা বা হলুদ শিরা মোজাইক (Vein clearing or yellow vein mosaic) রোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ফলন পেত হলে কৃষক ভাইদের এ রোগটি সম্পর্কে অশ্যই সজাগ থাকতে হবে। এগ্রিলাইফের পাঠকদের জন্য এ রোগে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট এ উদ্ভিদ রোগতত্ত্ব বিজ্ঞানী ।
ঢেঁড়শের শিরা স্বচ্ছতা বা হলুদ শিরা মোজাইক (Vein clearing or yellow vein mosaic) রোগটি ভাইরাস (Virus) দ্বারা হয়ে থাকে। ভাইরাস আক্রান্ত ঢেঁড়শ গাছের সংগৃহীত বীজ বপনের ফলে এ রোগের বিস্তার হয়ে থাকে। আর্দ্র আবহাওয়ায় রোগাক্রান্ত বিকল্প পোষক হতে সাদা মাছি (Bemisia tabaci) দ্বারা এ রোগ ছড়ায়। পরাগায়নের রোগের বিস্তার মাধ্যমে ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে এ রোগ সুস্থ গাছে বিস্তার লাভ করে।
রোগের লক্ষন:
- গাছের যে কোন বয়সেই এ রোগ হতে পারে।
- ভাইরাস আক্রান্ত পাতার শিরাগুলি স্বচ্ছ হয়ে যায়
- রোগ মারাত্মক হলে সম্পূর্ন পাতাই হলুদ বর্ণ ধারণ করে, পাতা ছোট হয় ও গাছ খর্বাকৃতি হয়
- রোগাক্রমনের ফলে গাছে ফুল কম হয়, ফল আকারে ছোট, শক্ত ও হলুদাভ সবুজ রংয়ের হয়
প্রতিকার:
- রোগ প্রতিরোধী জাত যেমন-বারি ঢেড়শ ১ চাষ করতে হবে।
- রোগাক্রান্ত গাছ দেখা মাত্র তুলে পুড়ে ফেলতে হবে
- পরবর্তী বছর বপনের জন্য আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা যাবে না
- সাদা মাছি দমনের জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।