Wednesday, March 22, 2023
Homeজাতীয়দিনাজপুরে হবে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট

দিনাজপুরে হবে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবীর বলেছেন, ধানের জেলা দিনাজপুরে অতি শিগিগরই সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

বুধবার (২৭ অক্টোবর) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামে ব্রি-৭৮ ধান জাতের মাঠ দিবস ও ফসল কর্তন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহের সভাপতিত্বে মাঠ দিবস ও ফসল কর্তন দিবস অনুষ্ঠিত হয়।

মহাপরিচালক ড. মো. শাজাহান কবীর আরও বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৭৮ চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন কৃষকরা। কম সময়ে উৎপাদিত ধান ঘরে তুলতে পারায় আগাম ধান কেটে অন্য রবিশস্য যেমন—রসুন, গম, সরিষা ও আলু উৎপাদনের সুযোগ পাচ্ছেন তারা। এতে কৃষকরা লাভবান হচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহীদুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাজমুল বারী, দিনাজপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা প্রমুখ।

এই সম্পর্কৃত আরো খবর

সর্বশেষ

দেড় মণের মিষ্টি কুমড়া দেখতে ভিড়

0
৬০ কেজি ওজনের মিষ্টি কুমড়া চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের কৃষক সাইফ আহাম্মেদ। আর এই মিষ্টি কুমড়া দেখতে ছুটে...

গোপালগঞ্জে বিষমুক্ত নিরাপদ লাউ চাষে সফল কল্পনা

0
গোপালগঞ্জে মানব দেহের জন্য নিরাপদ বিষমুক্ত লাউচাষে সফল হয়েছেন কল্পনা পান্ডে (৪৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর পূর্ব দক্ষিণপাড়া গ্রামের গৃহবধূ। গৃহকর্মের পাশাপাশি তিনি...
- Advertisment -

জনপ্রিয়