
আধুনিক কৃষি সমৃদ্ধিতে দক্ষতা বৃদ্ধির লক্ষে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী’র উপপরিচালক নিতাই চন্দ্র বণিক, ময়মনসিংহ অঞ্চলের ডিএই অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, ট্রেনিং কো-অর্ডিনেটর শাহজাহান সিরাজ।
অপর দিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নিতাই চন্দ্র বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের ডিএই অতিরিক্ত পরিচালকের কার্যালয় উপ-পরিচালক আশরাফ উদ্দিন।