
শেরপুরের নকলায় কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে সমলয়ে বোরো ধানের আবাদী জমির ফসল কর্তন উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোজার এলাকার কৃষক শামছুজ্জামান জুয়েলের সুপার হাইব্রিডের আবাদী জমি কর্তনের মধ্য দিয়ে এর উদ্বোধনের সূচনা হয়।
এ ধান কর্তন উদ্বোধন অনুষ্ঠানে, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, খামারবাড়ি শেরপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. গোলাম রাসুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি প্রকৌশলী শিবানী রানী দাস, ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বতসহ কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোজার এলাকায় সমলয়ে ৫০ একর বোর ধানের আবাদ করা হয়েছে।