
শেরপুরের নকলায় বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চ ফলশীল ফসলের জাত সমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষন অনিুষ্ঠত হয়েছে। বুধবার বিনা’র নালিতাবাড়ী উপকেন্দ্রের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং রিসার্চ কো-অর্ডিনেটর ড. মনজুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার, বিনা’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আহম্মেদ, ফার্ম ম্যানেজার কৃষিবিদ মো. শফিকুজ্জামান।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চফলনশীল ফসলের জাত সমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল সম্পর্কে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণে ৬০জন কৃষক-কৃষাণী অংশ নেন।