
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে শেরপুরের নকলায় কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি শুরু হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নকলা উপজেলার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্ব মেনে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলবে।
বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মণি, মো. মাহামুদুল হাসান কৃষক লীগের আহব্বায়ক আলমগীর আজাদসহ কৃষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে এমওপি সার বিনা মূল্যে দেওয়া হবে।