
শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আধুনিক পদ্ধতিতে আউশ ধান উৎপাদন কলাকৌশল এবং বাড়ির আঙ্গিনায় ফল ও শাক-সবজি চাষের কৌশল সম্পর্কে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে ২ গ্রুপে এ প্রশিক্ষণ অনুষ্ঠত হয়। এতে প্রতি গ্রুপে ৩০ জন করে মোট ৬০ জন কৃষক অংশ গ্রহণ করে।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফ.এম মোবারক আলী, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ট্রেনিং কোঅর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন প্রমুখ।