
শেরপুরের নকলায় কৃষিপণ্যের ন্যায্যমুল্যে ও কৃষিখাতে ভর্তুকি নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন কৃষক মেলা অনুষ্ঠিত হয়েছে। আরডিএস ক্ষমতায়ন প্রকল্প এর উপজেলা কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশন এর আয়োজনে সোমবার পৌরশহরের গড়েরগাও এলাকায় দিন ব্যাপী এ কৃষক মেলা অনুষ্ঠিত হয়।
এ মেলায় আরডিএস ক্ষমতায়ন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর উজ্জল কুমার দত্ত, জেলা সমন্বয়কারী ইউসুছ আলী, উপজেলা কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন সেলিম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন দেবনাথসহ উপজেলার কৃষিপণ্য উৎপাদন এসোসিয়েশনের সদস্যারা উপস্থিত ছিলেন। মেলায় কৃষিপণ্যের উপর ৮টি স্টল বসে।