
নিজস্ব প্রতিবেদক: শেরপুরে নকলা উপজেলায় বোরো ধান কর্তনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। কৃষকদের এ ব্যস্ত সময়ে নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নতুন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে হাইব্রিড তেজ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুর রহমান আবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জাহান, মোহাম্মদ ফারুক হোসেন, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।