
শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ব্রিধান-৮৬ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার দক্ষিণ নকলা গ্রামে চাষী মোফাখখারুল আলমের বাড়ির আঙ্গিনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মাঠ দিবসে অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফ.এম মোবারক আলী ও উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজ, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন। এসময় উপসহকারী কৃষি অফিসার মো. রেজাউল করিম, উপসহকারী কৃষি অফিসার সুজন দেবনাথসহ স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস জানান, ব্রিধান-৮৬ এর বেশ কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। এ ধানের উৎপাদন মাটির প্রকার ও উর্বরাতা বিবেচনায় প্রতি একরে ৭১ মণ থেকে ৭৩ মণ। তাছাড়া এ ধানের চালে শতকরা ১০ ভাগ প্রোটিন রয়েছে, যা অন্য কোন ধানের চালে নেই। এ ধানের গাছ শক্ত হওয়ায় খাড়া থাকে, ফলে গাছ সহজে মাটিতে লুটিয়ে পড়েনা। তাই চাষীরা এ জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন।