
শেরপুরের নকলায় ২০১৯-২০ অর্থ বছরের রবি মৌসুমে গমের আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও গমবীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ৩শ কৃষকের মাঝে বিনামুল্যে এসব সার ও গম বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুলবুল, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, যুগ্ম আহবায়ক মান্নাফ খা, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ৩শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।