
‘পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প’র আওতায় শেরপুরে কৃষক মাঠ স্কুল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ব্লকের চরবাছুরআলগী কান্দাপাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে কৃষক মাঠ স্কুল উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।
জানা গেছে, ‘পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প’র আওতায় উপজেলায় দুইটি কৃষক মাঠ স্কুল পরিচালিত হবে। এতে ২০ জন করে পুরুষ ও ৫ জন করে নারী কৃষক শিক্ষার্থী হিসেবে প্রশিক্ষণ নিবেন। ১৪ সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত সনদ পত্র বিতরণ করা হবে।
উদ্বোধন শেষে, বর্তমান আবহাওয়ায় বোরো ধানের ক্ষেতে নেকব্লাস্ট রোগের মহামারী আকার ধারনের সম্ভাবনা অনেক বেশি থাকায় এই রোগের হাত থেকে ধানের ক্ষেতকে রক্ষা করতে শেরপুরের নকলায় আগাম সতর্কবার্তা সম্বলিত লিফলেট স্থানীয় কৃষকদরে মাঝে বিতরন করা হয়।
কৃষক মাঠ স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক ও মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।