
নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে নেত্রকোনায় ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনার আয়োজনে শনিবার বিকেলে পূর্বধলা উপজেলার ডুলকর কালিহর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রিজওয়ানুল বারীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ খোকন সহ আরো অনেকে।
মাঠ দিবসে বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।