
নিজস্ব প্রতিবেদক: কিছুদিনের মধ্যেই শেরপুরের ঝিনাইগাতীতে পুরোদমে বোরো ধান কাটা মাড়াই শুরু হবে। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গৌরপুর ইউনিয়নের কৃষক মোস্তাফিজুরের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ২৮ লাখ টাকা। কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষক মোস্তাফিজুরকে এ মেশিন দেওয়া হল। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে