
বিশেষ প্রতিনিধি: শেরপুরে ২০১৮/১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে চাষকৃত সুপার সাইন জাতের ভূট্টা প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নকলা উপজেলার নারায়নখোলা এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপসহকারী কৃষি কর্মকতা আলতাব হোসেন প্রমুখ। মাঠ দিবসে শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়া হয়।
এসময় এলাকার কৃষক, কৃষাণী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।