
আসাদ গাজী, শরীয়তপুর: ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩শ ৫৭ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার শরীয়তপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় অন্যান্যের মাঝে খামারবাড়ী শরীয়তপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো: রিফাতুল হোসাইন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুর রহমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে উফশী জাতের ৫ কেজি ধানের বীজ (বিআর-২৬, ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৪৮ ও নেরিকা),১৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমপিও সার প্রদান করে।