
বিশেষ প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় নতুন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দারকে ফুলদিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্রসহ উপজেলায় কর্মরত অন্যন্য কৃষি কর্মকর্তাগন।
২৫ মার্চ সোমবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে তাকে (সৈয়দ রায়হানুল হায়দারকে) বরণ করে নেওয়া হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসাহকারী কৃষি কর্মকর্তা নাজমুল, আনোয়ার, মশিউর, আলতাব আলী ও আশরাফুল আলমসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসাহকারী কৃষি কর্মকর্তা এবং ডিকেআইবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের ভিত্তিতে সে নকলা উপজেলা কৃষি অফিসে কাজ যোগদান করেন। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের ঘরোয়া আয়োজনে ও ছোট পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন।