
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে শাক, সবজী, ফল ও ধান ফসলের পোকা মাকড় দমন এবং রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারন প্রকল্প এর আওতায় শেরপুরের শ্রীবরদীতে মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা কৃষি অফিসের আয়োজনে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হাছানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন।
এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও), বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় দুইশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।