
কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, শেরপুর এর শিক্ষার্থীদের অংশগ্রহণে আমন ধানের শস্য কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট শেরপুরের যৌথ আয়োজনে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রমের কৃষক হাবিবুর রহমানের আমন ধান কেটে শস্য কর্তন উৎসব উদযাপন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ, এটিআই শেরপুরের অধ্যক্ষ বিলাস চন্দ্র পাল, উপাধ্যক্ষ আহসান উল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উৎসবে অন্যান্যের মাঝে, এটিআই শক্তিশালী করণ প্রকল্প পরিচালক বেনজীর আলম, খামারবাড়ী ময়মনসিংহের উপপরিচালক আব্দুল মাজেদ, শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা, নকলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার শরীফ ইকবাল, ঝিনাইগাতী কৃষি অফিসার হুমায়ুন কবির, শ্রীবর্দী কৃষি অফিসার নাজমুল হাসানসহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুরের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় কৃষক-কৃষাণী এবং সদর উপজেলার উপ-সহকারি কর্মকর্তারা অংশ নেন।