
২০১৮-১৯ অর্থবছরে খামার যান্ত্রিকীকরণে মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় শেরপুরের নকলায় কম্বাইন্ড হার্ভেস্টার প্রদর্শণী ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ছত্রকোনা এলাকায় এ প্রদর্শণী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রদর্শণী ও মাঠ দিবসে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদসহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
ভাল উদ্যোগ