
শেরপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) উদ্ভাবিত আলুর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার তারাকান্দি গ্রামে ‘ফসল নিবিড়তা বৃদ্ধিকরণে চার ফসল ভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন ও বিস্তার’ কর্মসূচির আওতায় আলু-মুগডাল-রোপা আউশ-রোপা আমন ধান ফসল বিন্যাসের আলু ফসলের উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, শেরপুর পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বারি শেরপুর কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান, এটিআই শেরপুরের উপাধ্যক্ষ ড. আহসান উল্লাহ প্রমুখ। এসময় বারি’র বৈজ্ঞানিক কর্মকর্তা আক্কাছ আলী আলু উৎপাদনে উন্নত কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির জন্য সরকার অনেক ভর্তুকি দিচ্ছে যেন কৃষক তাঁর উৎপাদন বাড়াতে ও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে। কৃষিবিজ্ঞানীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে দেশের খাদ্য উৎপাদন বাড়াতে মুখ্য ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে বারি’র বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাসহ ২০০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।