
নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে শেরপুরে সুপারসাইন ২৭৬০ হাইব্রিড জাতের ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে জেলার সদর উপজেলার বেতমারী গ্রামের রশিদপুর নামক স্থানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বেতমারী ঘুঘরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খামারবাড়ী শেরপুরে উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা।
মাঠ দিবসে বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।