
শেরপুরে জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার সকালে ডিসি উদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
মেলা উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রহুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, নকলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধন শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষ বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক। মেলায় ৪১টি স্টল বসেছে।