
শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। জেলার সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার কৃষি অফিস চত্বরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৫শ ৫২ জন কৃষকের মাঝে বিনামুুল্যে এসব প্রণোদনা বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, খামারবাড়ি শেরপুরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম প্রমুখ।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষি প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে উফশী আউশ ধান বীজ ৫ কেজি, ডিএপি ১৫ কেজি, এমওপি সার ১০ কেজি, করে ১ হাজার ৫শ ৫২জনের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।