
সিলেটে সরকারি প্রণোদনায় ২৬৫ হেক্টর জমিতে পরীক্ষামূলক ভুট্টার চাষ করা হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে সিলেট অঞ্চলের শস্য নিবিড়তা বৃদ্ধি প্রকল্প ও রাজস্ব খাতের অর্থায়নে জেলার ১২ উপজেলায় ভুট্টা চাষাবাদ করা হয়। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
গত নভেম্বর মাসে কৃষকদের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরণ করা। পরীক্ষামূলক ভুট্টা চাষে কৃষকরাও এগিয়ে আসেন। প্রকল্পের আওতায় বিয়ানীবাজারে ২০ হেক্টর, সিলেট সদরে ২০ হেক্টর, দক্ষিণ সুরমায় ১৯ হেক্টর, গোয়াইনঘাটে ৩০ হেক্টর, বালাগঞ্জে ৩৩ হেক্টর, কোম্পানিগঞ্জে ১৯ হেক্টর, বিশ্বনাথে ১৯ হেক্টর, ফেঞ্চুগঞ্জে ২১ হেক্টর, গোলাপগঞ্জে ২৭ হেক্টর, জৈন্তাপুরে ১৯ হেক্টর, কানাইঘাটে ১৯ হেক্টর ও জকিগঞ্জ উপজেলায় ১৯ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়। এসব জামিতে এনকে ৪০, কোহিনুর, সুপারসাইন ২৭৪০ ও কনক জাতের ভুট্টা লাগানো হয়েছে। মাঠে ভুট্টার মোচা ধরে মিল্কিস্টেজে রয়েছে। আবাদকৃত ভুট্টা কর্তন শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ফলন ভালো হওয়াতে প্রতি হেক্টরে ৮ থেকে ৯ মেট্রিক টন ভুট্টা সংগ্রহ করা যাবে। এতে পাওয়া যাবে প্রায় সাড়ে ২৪ লাখ কেজি ফলন। প্রতিকেজি ২০ টাকা দরে প্রায় ৫ কোটি টাকার ভুট্টা উৎপাদনের আশা কৃষি বিভাগের।
সিলেটে ভুট্টা মাড়াই ও বাজারজাত করণ সমস্যায় এতদিন কেউ তা চাষাবাদ করতেন না। দেশে ভুট্টা চাষ বাড়াতে এবারে সরকার প্রণোদনা দিয়ে কৃষকদের উৎসাহিত করে। এতে মাড়াই ও বাজারজাত করণে সরকারের কৃষি বিভাগ সহযোগিতা করছে। ফলে ভুট্টা চাষে কৃষকরা আগ্রহী হন।
সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালন (শস্য) বিমল চন্দ্র সোম বলেন, যে সমস্যার জন্য সিলেটের কৃষকরা ভুট্টা চাষ করতেন না, তা আমরা সমাধান করে দিচ্ছি। মাড়াইয়ের সময় মেশিন ব্যবস্থা ও ভুট্টা বাজারজাত করণে সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, সিলেটের মাটিতে ভুট্টার ফলন ভালো হয়েছে। এবার পরীক্ষামূলক ভুট্টা চাষে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলতাবুর রহমান বলেন, সিলেটে পরীক্ষামূলক ভুট্টা চাষ করে দেখা গেছে এখানকার মাটিতে ভালো ফলন হয়। সূত্র: আমাদের সময়