
এক সময় লাঙল-গরুর হাল ছাড়া জমি প্রস্তুতের কথা চিন্তাই করা যেত না। কিন্তু কালের আবর্তে তা হারিয়ে গেলেও বাংলার এ অতীত ঐতিহ্যের চিত্র এখনো দেখা যায় সৈয়দপুরের গ্রামগুলোতে।
উপজেলার ইসলামবাগ এলাকার পেশাদার হাল মালিক আসাদুজ্জামান মিয়া বলেন, পূর্বপুরুষের পেশা ছাড়েননি তিনি। গোলাহাট পশ্চিমপাড়ার হালচাষি খাদেমুল ইসলাম জানান, প্রতিদিন প্রায় তিন-চার বিঘা অন্যের জমি হালচাষ করি।
ধলাগাছ গ্রামের আকতার হোসেন বলেন, আমার বেশ কিছু ছোট ছোট উঁচু-নিচু জমি আছে। এগুলোর চাষ পাওয়ার ট্রলি দিয়ে সম্ভব হয় না। তাই এসব জমিতে লাঙল-গরুর হাল ব্যবহার করি।