
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস আতঙ্কের দুঃ সময়ে কৃষিই আমাদের দেশের অন্যতম আশা-ভরসার জায়গা। কৃষক ও কৃষি বাঁচলেই দেশের খাদ্যের অভাব পড়বে না। এ লক্ষে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ২৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে তাদের গ্রামে গ্রামে গিয়ে বিনামুল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মোঃ আলী হাসানের সভাপতিত্বে বিতরণকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। অন্যানের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তালহা জুবায়ের মাশরুর ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আউশ আবাদ হয়।