জাতীয়

অনুমোদিত লেবেল ছাড়া বালাইনাশক বিক্রয় নিষেধ

সরকারের অনুমোদিত লেবেল ছাড়া বালাইনাশক বিক্রি বন্ধে নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বালাইনাশক আইন ২০১৮ এর ধারা ১৬ অনুযায়ী বালাইনাশকের লেবেল ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া এ আইনে ধারা ২৯ অনুযায়ী বালাইনাশকের লেবেলে মিথ্যা তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ। ফলে অনুমোদিত লেবেল ব্যবহার ব্যতীত কোনো প্রকার বালাইনাশক মজুত ও বিক্রয় করা যাবে না।

এছাড়াও অনুমোদিত লেবেল ব্যতীত নতুন সব নিবন্ধন প্রাপ্ত বালাইনাশকের লাইসেন্স এবং বালাইনাশকের নিবন্ধন এবং লাইসেন্স নবায়ন করা হবে না।

এ অবস্থায় সব বালাইনাশক কোম্পানিগুলোকে অনুমোদিত লেবেল ব্যবহার করে বালাইনাশক বাজারজাত করার জন্য নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।